এটা পা; থেমে যেতে নেই!

বাঁ পা-টা পড়ে থাকে 
চুপচাপ। 
নিশ্চুপ-নিরব-নিশ্চল
নির্বিকারে।
নড়েও না; চড়েও না।
ডান?
সে তো সে তুলনায়
বহু সরব!
নড়ে, চড়ে;
ইচ্ছে হলেই বিছানায়
গড়াগড়ি খায়,
ঢলে কিংবা ঝাঁপিয়ে পড়ে।
জানি,
জানি..
একজনের ক্লান্তিতে
আরেকজনের চলতে কষ্ট।
কিন্তু
অস্পষ্ট
অন্যজগতের বাসিন্দা আমি।
নষ্ট কিংবা ভ্রষ্ট
অনুভূতি অনুভবে আমার
অনীহা।
তাই..
আমি চাই-
ওরা চলুক
সমান তালে,
দুলুক
একই চালে।
বিপথে থাকা দ্বি-পদের
একটি ঝিমুলে তাই..
অন্যটাকে জোরসে টেনে তুলি।
খুলি,
অনন্তযাত্রার দিগন্ত পথ।
আমি জানি,
থেমে যাওয়া মানে-
খাদে নেমে পড়া।
আর থমকে যাওয়ার মানে মাত্রই,
চমকে গিয়ে,
পরাজয়ের গৃহে টুস করে
ঢুকে পড়ে,
হুঁশ ওড়ানো
ভয়ংকরী কবর!



0 comments:

Post a Comment