কি সুখে; কি অসুখে!


মেয়েটির কেন যেন,
তুলে দিতে ইচ্ছে করে
তুলোটে পা,
ছেলেটির বুকে।
কি সুখে; কি অসুখে,
কেইবা তা জানে!
 ঘ্রাণ পেয়ে,
পা বেয়েই পথের শুরু!
দেবদারুর পাতা দোলে,
আলতো চালে,
আর কি ভেবে,
ছেলেটি স্বপ্ন রাখে
সুস্থির শিথানে।

0 comments:

Post a Comment