তুই-তুমিময়।




সন্তলী বাতাস বয়,
আমারো কি যেন কি হয়!
ঘোরে-বেঘোরে
কাগজের বুকে
কলমের নাক ঘষি।
হাসি
তখনো
লন্ঠনের টিমটিমে আলো।
আমি উঠি,
ফের বসি।
পেন্সিলের অনর্থক আঁকি-ঝুঁকি,
তাও লাগে ভাল।
যদিও সেখানে নেই তুই,
তবু বাবুই কিংবা
বুলবুলি নাচে,
আমার
হৃদয়-ডালিম গাছে।
শোন,
ও কলজে-পাখি মন,
আ-আমার সব-ই
তুই-তুমিময়।
হেহ্!
হশশশ্;
জানিস তো,
প্রলাপেই লোকে
সত্যি কথা কয়!

0 comments:

Post a Comment