অনিবার্য বরষায় যুবতী নৃত্য
সে রাতে
আমিও ছিলাম।
নিলাম ডেকেছিল
বিদ্যুৎ কর।
অতঃপর
আষাঢ়।
প্রতিকারহীন মেঘ,
আর উদ্বেগ।
ঝরতেই হল
বরষার।
এখানে
ভাতের অভাব,
সাথের অভাব,
প্রেমিকার মৃত্যু,
জীবিকার গান,
স্বপ্নের ধ্বংস
ইত্যাদি
আগুন-ফোয়ারা।
তবু বৃষ্টির ধারা,
অনুকম্পায়ী আশ্বাস।
আর
দুরাগত ধ্বনি,
মেঘ-মেদুর আবাহনী।
হয়ত
মধ্যরাতের পরীক্ষায়
তুমিও
উতরে যাবে।
পাবে
আদর্শ বর্ষার পাঠ।
আর
জলাবেশী ভালবাসা
যুবতী বর্ষার!
ত. অরণ্য
০৬/০৭/২০১১
0 comments:
Post a Comment