প্রেমাতাল ঘড়ি।


তাঁকে ভাসাতে হলে;
ভালবাসাতে হলে,
ডুবতে হবে;
ডুবতে হবেই তোমায়্।
তারপর্
আই,সি,ইউ
কিংবা কোমায়্
যেখানেই যাও,
অঝোরভঙ্গিতে সে
হবেই হবে;
নির্ঘাত হবে
তোমারই।
কেবল্
নিঃশ্বাসের প্রতি ধাপে
বিশ্বাস রেখো-
টিকটক ঘুরছে;
ঘুরঘুর ঘুরছে
প্রেমাতাল ঘড়ি।

0 comments:

Post a Comment