এ তোমার মন!


দরজা খোলার শব্দ,
দ্রুত করে দিল স্পন্দন।
চেয়ে দেখি-
এ তোমার মন!
ছেঁড়ে-ছুঁড়ে আর সব বন্ধন,
তোমার কাছেই এসে জব্দ।

0 comments:

Post a Comment