উতাল সাগর!
একটা
ছোট্ট নদী
চুমোয় চুমোয় ছুঁয়ে গেল
আমার পা।
আমি সন্তর্পনে
তাঁর বুক হাতিয়ে..
খুঁজে পেলাম-
উতাল সাগর!
কি কারণ; কি কারণ তার?
চুমোয় চুমোয় ছুঁয়ে গেল
আমার পা।
আমি সন্তর্পনে
তাঁর বুক হাতিয়ে..
খুঁজে পেলাম-
উতাল সাগর!
কি কারণ; কি কারণ তার?
Copyright © 2021 তমসা অরণ্য. All rights reserved.
0 comments:
Post a Comment