হাতসমগ্র
১.
তোমার মুঠোর ভেতর অন্য হাতের বুঁদ হয়ে থাকা,
কেমন-কোন গ্রন্থির ভেতর বেয়ে ভালবাসা শেখা!
২.
তোমার হাতের পাশে
বিব্রত হাত যদি থাকে।
দূরত্ব বাড়িও না;
আঙ্গুলের ডগা ছুঁয়ে টেনে নিও তাঁকে!
৩.
হাত
হাতের কাছে এসে ফিরে যায়।
হাত
হাতের কাছ ঘেঁষে ফিরে চায়।
হাত
যাবার আগে খুব চায়,
কেউ তাঁকে ছুঁয়ে যাক।
আর হাত খুব চায়,
অন্য হাত নুয়ে থাক!
৪.
তোমার হাতের কাছে আর কেউ ছিল কি?
তোমার হাতটা ধরে নাড়া কেউ দিল কি?
তোমার হাতটা থাক আর হাতের গায়,
তোমার হাতটা যেন ভালবাসা পায়!
৫.
ঠেলে সরাচ্ছো দূরে কার হাত?
চিরকাল এই হাত খুব কাছে পাবে না।
তবুও ছাড়ছো সাঁথ?
ওই হাত কোনদিনও ভুল করে,
0 comments:
Post a Comment