প্রাগৈতিহাসিক
কোনো এক নির্জলা সন্ধ্যায়
এক চাতকের কামাতুর দৃষ্টিতে
কাঙ্গাল হয়েছিল মেঘ,
হারিয়েছিল তার সবটুকু জল।
ঝরে পরেছিল বৃষ্টি হয়ে;
আকাশের পেলব
বুক থেকে।
সেই থেকে আজ অবধি --
চাতকের কামজ দৃষ্টির ক্ষুধা মেটাতে,
পাপিষ্ঠা মেঘ বৃষ্টি হয়ে ঝরছে।
ঝরতে ঝরতে,ঝরতে ঝরতে,
নদী থেকে সাগরে গিয়ে মেশে।
অবশেষে বাষ্পাকারে জমে,
আবারও মেঘে পরিণত হয়।
তারপর আবারও বৃষ্টি হয়ে ঝরে,
আবারও মেঘ হয়ে জমে।
তারপর আবারও বৃষ্টি.. .
আবারও মেঘ... ..
বৃষ্টি-মেঘ,মেঘ-বৃষ্টি।।
এভাবে করতে করতে
কেটে যায় সময়।
তবুও মেঘ বৃষ্টি হয়,
আর বৃষ্টি?
মেঘ হয়।
এভাবে চক্রের চক্রাবর্তে পড়ে,
আজ আমি মেঘ;
কখনও-সখনও বা অবিরাম বৃষ্টি।
আর তুমি?
সেই চাতকের.. .
প্রাগৈতিহাসিক ফসিল।
এক চাতকের কামাতুর দৃষ্টিতে
কাঙ্গাল হয়েছিল মেঘ,
হারিয়েছিল তার সবটুকু জল।
ঝরে পরেছিল বৃষ্টি হয়ে;
আকাশের পেলব
বুক থেকে।
সেই থেকে আজ অবধি --
চাতকের কামজ দৃষ্টির ক্ষুধা মেটাতে,
পাপিষ্ঠা মেঘ বৃষ্টি হয়ে ঝরছে।
ঝরতে ঝরতে,ঝরতে ঝরতে,
নদী থেকে সাগরে গিয়ে মেশে।
অবশেষে বাষ্পাকারে জমে,
আবারও মেঘে পরিণত হয়।
তারপর আবারও বৃষ্টি হয়ে ঝরে,
আবারও মেঘ হয়ে জমে।
তারপর আবারও বৃষ্টি.. .
আবারও মেঘ... ..
বৃষ্টি-মেঘ,মেঘ-বৃষ্টি।।
এভাবে করতে করতে
কেটে যায় সময়।
তবুও মেঘ বৃষ্টি হয়,
আর বৃষ্টি?
মেঘ হয়।
এভাবে চক্রের চক্রাবর্তে পড়ে,
আজ আমি মেঘ;
কখনও-সখনও বা অবিরাম বৃষ্টি।
আর তুমি?
সেই চাতকের.. .
প্রাগৈতিহাসিক ফসিল।
0 comments:
Post a Comment