এই মানুষের.. সেই বসে থাকা

Tamosha Aronno - তমসা অরণ্য

আমি মন খুলে, 
চোখ তুলে,
বসে আছি, বসে থাকি।
বাতাসে ভর করে,
একটা চিঠি আসবে বলে,
এই মানুষের.. সেই বসে থাকা।
দখিন দুয়ারি ঘরটায়,
আজ এত বাতাস কেন?
ভাতেরা পাতে বসে,
অপেক্ষায় থাকে,
নির্লিপ্ত ভঙ্গিমায়।
আর চায়,
অনশনের গায়ে জল ঢেলে,
অন্তত একটা চিরকুট আসুক।
যেন মুক্তির আলো জ্বেলে,
কোন অভুক্ত,
ধূপ-ধূনো নিয়ে বসে পড়ে,
ভাতের পূজোয়।

রাত ১১.০২-১৬ মি., ৯/১০/২০১০

0 comments:

Post a Comment