১০ মিনিট!


আমাকে ঘুমুতে বলা হয়েছে।
১০ মিনিট; ১০ মিনিটের মধ্যে।
সময়ের যুদ্ধে
কে-কবে জিতেছে বল?
আমি জেগে, অনেকেই ঘুমে রয়েছে।
হাহাহ, অসময়ে সময়ের দখল।
ঘাড়ের কাছে সমন-
"চোখ বোজ!"
১০ মিনিট হতে চলেছে জানি
একটি রাতের ভোজ!

0 comments:

Post a Comment