পারছে না কোন শর্তে!


সমগ্র পৃথিবী
আমাকে
ফেলতে চায় গর্তে।
উহু, মানাতে পারছে না;
পারছে না কোন শর্তে!
যতক্ষণ তুমি আছো,
ততক্ষণের জন্যে
চেয়ারে হেলান দিয়ে বলেছি-
তাড়া কি? ভেবে দেখি!
আমি লিখি-
তোমার জন্যে, আর
বাঁচার জন্যে লড়তে!

0 comments:

Post a Comment