তোমার জলের অতলে।
রোজ তোমার অঙ্গনে হানা দেব।
কথাগুলোকেও..
পছন্দের তালিকায় যোগ করে নেব।
কেবল হাসব না,
কথার মালা গেঁথে...
আআর.. আসব না,
অনুভবে কোন মতেই ভাসব না।
তোমার ব্যথা...
যদি জানতেই নেই,
তোমার জলের অতলে ভিজে..
যদি কানতেই নেই,
তবে..
তুমি একাই থাকো।
মুক্তির মিথ্যে আগুন..
ছাইচাপা দিয়ে রাখো।
তাতে আমার কি?!
কথাগুলোকেও..
পছন্দের তালিকায় যোগ করে নেব।
কেবল হাসব না,
কথার মালা গেঁথে...
আআর.. আসব না,
অনুভবে কোন মতেই ভাসব না।
তোমার ব্যথা...
যদি জানতেই নেই,
তোমার জলের অতলে ভিজে..
যদি কানতেই নেই,
তবে..
তুমি একাই থাকো।
মুক্তির মিথ্যে আগুন..
ছাইচাপা দিয়ে রাখো।
তাতে আমার কি?!
0 comments:
Post a Comment