নিশিগন্ধা।

একটা কবিতা লিখব বলে
কত রাত হয়ে গেল ভোর,
নিশিগন্ধা হারালো
তার সুবাস,
কত জ্যোতস্নায় হয়নি’কো
অবগাহন।

0 comments:

Post a Comment