ঘোরে নয়; বেঘোরে!
ব্যথারাও চলে-ফিরে, হেঁটে বেড়ায়্, খায়্-ঘুমায়্।
ঠিকঠাক জায়্গা বদল করে।
থাকার জন্যে সুযোগ্য আধার চায়্।
রাতে কিংবা ভোরে,
ঘোরে নয়; বেঘোরে,,
চিন-পরিচয়'ও হাতড়ায়্!
আদেখলা রঙ্গে,
সঙ্গে সঙ্গে
আজ দেখি,
পা থেকে হৃদয়ের ঘরে, হায়্!
আমার হাই পায়্,
ব্যথারা ছড়ায়্,,
অন্তরে অন্তরে।
আথালি-পাথালি
মন কেবলি যন্ত্রনার গায়ে
আছড়ায়।
অথচ, আমি চুপ্,,
নিশ্চুপ্,,,
এই এলাকায়্।
যেখানে পা আপাতত হৃদয়ের সমান্,
আর বালিশের গায়ে পা তোলাই
শেষ সমাধান!
(নির্ঘাত প্রলাপ আমার্!)
0 comments:
Post a Comment