শ-য়ে শুরু!
"শ-য়ে শুরু, শ-য়ে শেষে"
পাশাপাশি হেঁটেও
যোজন ব্যবধানের দূরত্বে,,,
চলে যায়
নৈকট্য।
শুরুর ঊড়ু কামড়ে ধরে,
শ-এর সাথে এঁটে দাও,,
"এসে"।
অতএব্--
"শেষে",,
দেখবে জীবন্,
আদ্যান্তে যাহা জানা নাই,
তাহাই সত্য!
Copyright © 2021 তমসা অরণ্য. All rights reserved.
0 comments:
Post a Comment