সবটুকু জুড়ে!


আকাশের ভাঁজে ছড়িয়ে থাকা..
অসবর্ণ মেঘেদের মত,
আমি তার.. 
সবটুকু জুড়ে থাকতে চাই।
আর.. এই শীতের ঠোঁটে ঠোঁট রেখে,
শিশিরে মুখ ডোবানো ঘাসের মতন,
রোদেল হাওয়ায় গা ভাসাই।

0 comments:

Post a Comment