ঐক্যের পাহাড়!


তোদের চোখ লাল, 
দাঁতে হিংস্রতা, মনে হিংসা...
তোরা রক্তচোষা।
আমাদের মন-মুখ-চোখ
সবুজে সবুজে একাকার!
তোরা রক্তে সমুদ্র বহাবি,
আমরা? 
জাগরণে ঐক্যের পাহাড়!

0 comments:

Post a Comment