হুঁশবিদ্ধ হতে।


এবং
আমি শহীদ মিনারে নই;
দিচ্ছি না কোন পুষ্পাঞ্জলী।
হৃদয়ে ফুটছে বোম্মবা-ফট্টাস
পুরনো স্মৃতির বুলি।
ক্রুশবিদ্ধ একুশটাকে
হুঁশবিদ্ধ হতে,
পুরনো ক্ষতে
নতুন আঘাত তুলি!

0 comments:

Post a Comment