হৃদয় খাতা!


ভালবাসা যেন
বাঁশপাতা।
সুন্দর;
অথচ
ধারালো ধারে ভরায়
হৃদয় খাতা!

0 comments:

Post a Comment