পরস্পর।
নৈকট্যের জুতোয় পা গলিয়ে,
দিগন্ত পাড়ি দেয়ার জন্যে..
ইঞ্চি দেড়েক ফাঁক রেখে
পাশাপাশি বসা হয়নি কখনও।
কয়েকশ মাইলের ব্যবধানকে সঙ্গি করে,
দিব্যি চলে যাচ্ছিল সময়।
তবু কি চমৎকারভাবেই না..
ওরা পরস্পরের কাছে এসেছিল!
দিগন্ত পাড়ি দেয়ার জন্যে..
ইঞ্চি দেড়েক ফাঁক রেখে
পাশাপাশি বসা হয়নি কখনও।
কয়েকশ মাইলের ব্যবধানকে সঙ্গি করে,
দিব্যি চলে যাচ্ছিল সময়।
তবু কি চমৎকারভাবেই না..
ওরা পরস্পরের কাছে এসেছিল!
0 comments:
Post a Comment