আমার সিঁথির পথে।
আমার সিঁথির পথে..
হাঁটবে না জানি আর!
আমিও ডাকব না,
রাঙ্গাতে সিঁদুড়ে ধূলোয়..
তোমার চোখ-ঠোঁট-বুক,
ভেতরে যতই জমুক
অভিমানের পাহাড়।
কাজলের কালোয়,
হয়ত.. তামাটে আঁধার
জমেই যাবে,
কখনো কখনো কমেও যাবে।
তবুও.. বাড়িয়ে যাব
বোবা দৃষ্টির ধার।
হাঁটবে না জানি আর!
আমিও ডাকব না,
রাঙ্গাতে সিঁদুড়ে ধূলোয়..
তোমার চোখ-ঠোঁট-বুক,
ভেতরে যতই জমুক
অভিমানের পাহাড়।
কাজলের কালোয়,
হয়ত.. তামাটে আঁধার
জমেই যাবে,
কখনো কখনো কমেও যাবে।
তবুও.. বাড়িয়ে যাব
বোবা দৃষ্টির ধার।
0 comments:
Post a Comment