চাওয়া রে না পায়।


বনের বাঘে খায় না রে,
মনের বাঘে খায়।
যে জন যারে চায়, সে জন

চাওয়া রে না পায় গো
চাওয়া রে না পায়।
উলু বনে মুক্তা যদি
কেও গো ছড়ায়,
তবে কেন আর জনের

বুকটা পুইড়া যায় গো
বুকটা পুইড়া যায়।

0 comments:

Post a Comment