পরাধীন।




জন্মে-
আমার অনুমতি
নেয়া হয় নাই,
মরণেও তাই!
মাঝে পড়ে
যদি কিছু চাই,
তাইতেও স্বাধীনতা
কেও পায় নাই।

0 comments:

Post a Comment