পরিণত পরিণতি।


আত্মস্বীকৃত

খুনী আমি।
ধিক্কৃত
হবার আগ পর্যন্ত্,
আমায় নিয়ে ভাবতে নেই।
নেই;
আমায় ভালবাসতে নেই।
হাঁটু-ভাঁজ করে
বিনীত হ-ও যদি,
রুষ্ট হবেন-ই হবে অন্তর্যামী।
তাই
কাছিম-জীবন্
বাহন করেই থামি।
যেন
তোমার ভাবা ঈস্বরী
হবার 

আগেই,
বিস্মরণের জলে দেই ডুব্;
নয়্
খোলসের ভেতরেই
নিশ্চুপ্।
তুমি
পুড়ে যা-ও
কাঠ-খড়ি,
গুণে যেও
ঝিনুক-কড়ি;
নয়
পাথর-নুড়ি ক্ষণ!

0 comments:

Post a Comment