নিঃসঙ্গতায়.. চারটে মানুষ...
সব কোলাহল থেমে গেছে।
চারটে মানুষ
একদম একা।
কোলাহল,
তুমি আবার এসো..
সেমাই-মাংস-পোলাও
খেয়ে,
এসে-হেসে-ভালবেসে,
“ঈদ মোবারক”
বলে যেও।
আকাশে
এখনো চাঁদ বাঁকা,
চারটে মানুষ
একদম একা!
নাটক
কি করে দেখে
আর আআর সবাই?
আমার ক্ষুধা পায়,
আমি নিরবতায় দাঁত বসাই!
চারটে মানুষ এখনো একা।
চারটে মানুষের ভেতরে-বাহিরে
অবসাদ,
আকাশে এখনো চাঁদ!
চারটে মানুষ
চারদিকে মুখ করে,
চার দেয়ালে পিঠ ঠেকায়।
আআর
পাল তোলে,
নৌকা মতন
চাঁদের গায়।
চারটে মানুষ
একই চাঁদের ছায়!
ত.অরণ্য
৩১/০৮/২০১১
0 comments:
Post a Comment