“কি কহিলাম আর কিইবা বুঝিয়াছো!”



এবং
মহাপ্রভু
তোমার সঙ্গেই আছেন।
যতক্ষণ না পর্যন্ত
তুমি তোমার সিদ্ধান্তকে
তাঁহার
অসার বাক্য বলিয়া
অপদস্ত কর!
তুমি পাপী,
দুরালাপী।
তথাপি,
মহাপ্রভু তোমায়
ভালই বাসেন।
যতক্ষণ না তুমি
পাপকে নিজের বাপ বলে
সিনার সাথে জড়াইয়া ধর।
বৎস,
বিভ্রান্ত হইও না।
আমি দালালধর্মী কেহ নই;
সহমর্মী পাপী মাত্র!
দিবা-রাত্র
তাপে জ্বলার
শিক্ষা,
মহাপ্রভু আমায়
দেন নাই।
তুমিও আইসো..
আমরা হই
সদাপ্রভুর শিষ্য।
আর
পুন্যরথে চলার দীক্ষায়,
গড়ি
অদ্ভুত অন্তর্বিশ্ব।

(বেদ বাক্য নহে; ভুলে-চুকে গড়া। ধরা পড়া তাই অতীব সহজ ও সহজাত! ভেতর ভাঙ্গছে। এবং গড়ার গরাদখানায় তাই মহাপ্প্রভুর ঢাক-বাদ্য বাদন। হইতে পারে- ইহাই অকাল বোধন; কিংবা তাও নয়!) ১১.৩৯-১২.০১ মি, দিন, ০৮/১০/২০১১

0 comments:

Post a Comment