ঝড় জড়ালি জ্বরে

Tomosha Aronna

ভেতরে জ্বর ওঠে,
বাইরে ঝড় ছোটে,
ম্যারম্যারে রাত
কেন কাটে না?
এই বুকে দুখ হাঁটে,
সুখ
তবু হাঁটে না।

সবার সব আসে;
ভালবাসে।
ঘাস-বুকে
পা ডুবিয়ে,
আমার কেউ আসে না।
আসে না,
আসে না।

কেউ তবে
আর ভালবাসে না?
আমি তাঁর কাছে যাই,
চোখে-চোখে
চোখে ডুবাই।
তবু কেন সে আমার
পাশে না?

মুখপোড়া চোখ শুধু বল চায়,
ছলছলে জল কেন হাসে না?
সবার সব থাকে,
আমার তবে কেউ নেই?
সেই..
সেই স্মৃতি চোখে তবু,
ভাসবেই?

জল-পট্টি দাও,
জ্বর-পট্টি দাও,
ঝড় ছুট্টি দেই।
ও সোনা,
জ্বর কেন
কমে না?
কমে না,
কমে না।

0 comments:

Post a Comment