ধ্রুবতারা
আমি
টিপ খুলে রাখি।
কারণ,
দীপ
জ্বালিয়ে যাওয়ার মত
যথেষ্ট আলো,
চাঁদের আছে।
তুমি বুঝি আজো,
গরাদ জানালার পাশটায়,
দৃষ্টির আলো জ্বেলে,
গিটার হাতে --
“এই রাত জাগা পাখি”
কিংবা
“আমি বড় অসহায় অন্যপথে..”,
নয়..
“সারাদিন..
তোমায় ভেবে..”
গেয়ে যাও?
ও আমার তারা,
দেখো..
আমি দিশেহারা!
এসো,
দীপ নিভিয়ে যাও।
এসো।
আআর..
মায়াবতী টিপ পড়িয়ে দাও।
দেখো না,
আমি চন্দ্র হব!
0 comments:
Post a Comment