ক্ষুধা-বেত্তান্ত
আমার ক্ষুধা পায়।
বয়াম খুলি,
হাঁড়ি-বাটি উল্টাই,
ফ্রিজ হাতড়াই,
অথচ
কোথাও কিচ্ছুটি নেই!
পেটে তখন,
ছুঁচো দৌড়োয়।
নিরুপায় হাত
উঠে পড়ে,
গ্লাসের গায়।
সমগ্র গ্রাসে তুলে নেয়,
ঠান্ডা টলটলে জল।
দাঁতে দাঁত পিষে,
আমি তা-ই চিবাই!
তারপর..
পা ঠেলে ঠেলে পথ চলি।
বিছানা পেয়েই,
বালিশের বুকে
মাথা ঠেকাই।
ক্ষুধারা চিতার মতন!
আগুন পেলেই,
বুন বুন করে
খড়ি-কাঠ চায়।
আমার আবারও ক্ষুধা পায়!
নির্বিবাদে তখন আমি,
চোখ বুজে,
আশার পিলসুজে
আলো জ্বালিয়ে,
কৎ করে ঢোক গিলে
পান করি।
ক্ষুধারা তখন..
নিশ্চিন্তিপুর
যায়!
0 comments:
Post a Comment