রং-পাখুড়ী।

জীবনের রং'ও কখনও কখনও ঝরে পড়ে, 
সরেও পড়ে কখনও কখনও.. 
ঝরে পড়া রং কুড়োতে নয়; 
সরে পড়া রং ছড়াতেই... 
গিয়েছিলাম। 
কোথায়? রং-পাখুরীদের কাছে। 
পাখায় যাদের রঙের কারুকাজ,
সেই সব রং-ডোবানী পাখার সাজ মাখতেই... 
গিয়েছিলাম। 
গিয়েছিলাম তাঁদের কাছে, যাঁদের পাখায়.. 
বাতাসভেদী গতি.... আহা, 
রঙ্গিলা কি সবই না প্রজাপতি...!

0 comments:

Post a Comment