শিরোনামহীন।



কমলাপুরের ঐ কোণটায়, 
রোজ শোয় দুটো ধুঁকপুকে প্রাণ।
তুমি শিখিয়েছিলে --
একটি মানুষ,
অন্যটি কুকুর;
বিধাতার বিচিত্র দান।
শ্রেষ্ঠত্বের লাইসেন্স পাওয়া শরীরটা,
দিব্যি আঁচড়ে যায় সময়,
কামড়ে দেয় জীবন!
লিঙ্গীয় বৈপরীত্যের ঢাক বাজিয়ে,
খুবলে খায় --
আধিপত্যের প্রতিটি কোণ।
আর জান্তব জীবটা,
দেড়হাতি শরীর নিয়ে,
ঢের কটি পেট বাঁচায়!
আমার চোখে তাই..
একটি পুরুষ,
অন্যটি মা;
যথার্থ পারিপার্শ্বিকতায়।

0 comments:

Post a Comment