যান্ত্রিক যন্ত্রনা
বয়ে যাওয়া
নদীর,
হঠাত থামার
যন্ত্রনা।
হা-হয়ে আসা
অজগরের মুখে
গোগ্রাসে গিলে
খাওয়া নগর,
পুড়ে যাওয়া
স্বপ্ন,
আর.. উড়ে
যাওয়া
মানবিকতার
ফানুস।
কূল ভাঙ্গা
নদীর বুকে,
মূলসহ মাটির
সশব্দ
নির্বাসন
এর আগেও
দেখেছে মানুষ।
তবু.. চিত্র
যত বিচিত্র হয়ে আসে,
চোখ তত জলের
ছলে ভাসে।
অতঃপর.. উতসর্গের
আপ্তবাক্যে,
অধর্মের বুকে
সংঘাতের ক্রুশ।
0 comments:
Post a Comment