শিরোনামহীন - ২

নিবিড়গন্ধা কাঁঠালী-চাঁপার মত তোমার বুক ফুঁড়ে,
ঢুকে যাবো.. অস্থি-মজ্জায়।
অনুভূতির কানাগলি পেড়িয়ে ---
মিশে যাব...
অস্তিত্বের সবটা জুড়ে।
তারপর..?
তারপর অনন্ত দুপুরের আলোয় ---
আমি তোমার ছায়া;
দীর্ঘ থেকে.. দীর্ঘতর।


১৪/৯/২০১০, সন্ধ্যা 






0 comments:

Post a Comment