শিরোনামহীন - ৩



২১/০৯/২০১০, সন্ধ্যা ০৬.১৯-২৫

আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুঁজে,
পড়ে থাকে আমাদের হাত।
মাঝখানে সময়ের করাত..
নির্বিশেষে কেটে যায় প্রহর।
রাত হয়ে ওঠে ভোর,
ব্যস্ত হয় ঘুমন্ত নগর,
আর.. দু’টি ভিন্ন পথে
হয়ে যায় কাত,
আমাদের হাত।

0 comments:

Post a Comment