পাথর পাথর অনুভব
পাথুরে মুখ
করে বসে থাকি।
আমার আগুন হয়ে
জ্বলতে নেই,
জল হয়ে গলতে
নেই,
পথ হয়ে চলতেও
নেই।
থেমে যাওয়াই
যার নিয়তি,
তাঁকে পাথর
কিংবা..
পাহাড় হতে হয়।
গতিময়তা তাই,
আমার জন্যেই
নয়।
প্রকান্ড
জল-হাতা ঢেউ ছড়িয়ে,
সাগর আমায়
ডাকে।
ঝাউগাছেরা
বাতাসে গা এলিয়ে,
দুলতেই থাকে!
তবু আমাকে
পাথর-চোখা হতে হয়।
কারণ, অনুভব..
কিংবা অনুভূতি;
পাহাড়ের জন্যে
নয়।
0 comments:
Post a Comment