মনে রেখে ভুলে যেও.. না, না, না...!
ভুলে গেলে
কেউ কেউ,
কষ্ট হয় না কিছুই
আমার।
মনে রাখলেই বরং
বাড়ে যন্ত্রণা,
নামে
কষ্ট নামক
ওই
আঁধার-ভার!
তারও চেয়ে নষ্ট-কষ্ট;
স্পষ্ট করে মনে রেখেও,
অনেক করে একটু দেখেও,
ভুলে যাবার
কি দারুন চেষ্টা তাঁর!
চুলবুল পান্ডে মতন কষ্ট,
ভ্রষ্ট হবার বাসনায়
আর কত কশবে লাথি বুকে?
ধুঁকে ধুঁকে,
জানো কি..
এ ব্যথাও সয়ে যাব সুখে?
আর তাই..
হিরোইক স্টাইল ছেড়ে,
বালতিভর্তি ফিনাইলে
হাত নেড়ে,
হৃদি-ঘরের মেঝেটা
নাও নাও..
পরিষ্কার করে।
জোরে জোরে
আমিও যেন বলতে পারি-
ভুলটুকু নিয়ে গেছে,
স্মৃতিঘেঁষা চোরে!
0 comments:
Post a Comment