তারার জন্মদিনে, তারার জন্যে গান




তোমার জন্মের,
রাতখানা
ছাপিয়ে,
দিন এলো ঝাঁপিয়ে,
স্মৃতি সব কাঁপিয়ে।
আজ শুধু কাজে ভুল,
ও আমার রাত ফুল,
সব কাজ-কর্মের
বাহানা,
করে শুধু চুলবুল।
লাফিয়ে
লাফিয়ে
হার্টবিট বেড়ে যায়,
ভেতরেতে হায় হায়,
এলোমেলো হয়ে যায়
গুছ করে বাঁধা চুল।
ও আমার তারা গো,
এ পাগলপারা গো।
ভূপতন দিবসে তাই,
শুনছো কি বলে যাই?
চোখে-মুখে-বুকে আঁকি,
ঠোঁট-রাঙ্গা মায়া-ফুল।।

(শুভ জন্ম রাত ও দিন তারা গায়েন!)

তমো
বিকেল ৫.০৫ মিনিট, ১৯/১০/২০১১

0 comments:

Post a Comment