জীবন ভাসমান; ভেসে যায়...
দু'টো ডানা তাঁর..
কানাবগির ছা মতন,
আঁধারে হাতড়ায় পথ।
শ্লথ গতির
ও গো ও
কাছিম জীবন,
তুমি তাঁকে সামনে এগিয়েই,
পেছনে দাও
ফেলে।
তারপর
পরাজয় মেনে,
আর কেউ
এলে,
তাঁকেও করো
তটস্থ;
অপদস্ত!
জানি,
ঔদ্ধত তোমার কাছে
অসার,
বাধ্যতাও পায় না
পাত্তা।
তাই আত্মার ভেতর প্রদীপ
জ্বেলে,
চালিয়ে যাবার ইচ্ছেয়
তেল ঢেলে,
নিজেকে খেয়ে-পড়ে
বাঁচাই।
জীবন,
ছাই-রঙ্গা আকাশগঙ্গায়,
নির্বিকারে..
জানো তো?
ডিঙ্গা ভাসাই...
0 comments:
Post a Comment