উড়ালপঙ্খি গীত
পঙ্খি উড়াল দেয় উড়াল দেয়
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
সোনার এক খাঁচার ভিতর,
বান্ধহাই ছিলাম পিরীতিঘর।
সেই ঘরেতে টিকল না মন,
পঙ্খি খুঁজল আলোক্যবন।
পঙ্খি উড়াল দেয় উড়াল দেয়
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
পেখম মেলা পঙ্খি রে তুই
মন যে করে আকুঁইপাকুঁই,
তোরে নিয়ে ইচ্ছা যাব
অজান্তা এক গাঁয়।
পঙ্খি উড়াল দেয় উড়াল দেয়
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
সোনার এক খাঁচার ভিতর,
বান্ধহাই ছিলাম পিরীতিঘর।
সেই ঘরেতে টিকল না মন,
পঙ্খি খুঁজল আলোক্যবন।
পঙ্খি উড়াল দেয় উড়াল দেয়
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
পেখম মেলা পঙ্খি রে তুই
মন যে করে আকুঁইপাকুঁই,
তোরে নিয়ে ইচ্ছা যাব
অজান্তা এক গাঁয়।
পঙ্খি উড়াল দেয় উড়াল দেয়
উড়াল উড়াল দেয়,
ঠোঁট বাড়হাইয়া রূপাল পঙ্খি
খুদ কুড়হাইয়া নেয়।।
(বি.দ্র.> অনেকদিন না বান্ধাছিল একদিনেরো গীত, কত গ্রীষ্ম-বর্ষা গেল, গেল কত শীত, এইবারে তাই আরেক বর্ষায় ধরলাম কথা-সুর, সেই কথা-সুর নিয়া আসলো সঙ্গীতো মধুর, তমসা অরণ্য গাইল তিয়াস গলার গান, বেসুরা হাঁক্কাহৈ শুইনা বাঁচাই লইও কান! )
0 comments:
Post a Comment