হাওয়াদের কি আসে-যায়!



হাওয়াদের কি আসে-যায়,
তোমার শরীর ছুঁয়ে গেলে?
হাওয়াদের ভালই লাগে,
একটুখানি আদর পেলে!

হাওয়াদের গুঞ্জরণ
শনশনশন-শনশনানী,
খুশিতে আটখানা, বেশ!
তা-ও জানি, তা-ও জানি।

# হাওয়ারা মুখ ফিরিয়ে
বসে থাকে।
হাওয়ারা তোমায় দেখে
জোশে থাকে।
হাওয়াদের আমার সাথে
কি যে আড়ি!
হাওয়ারা চায় না যেতে
আমার বাড়ি।

#হাওয়াদের আলাপ হল-
না তো কথা আমার সাথে।
হাওয়ারা প্রলাপ ডাকে,
পাতার ফাঁকে!
হাওয়ারা জানলা দিয়ে
তাকিয়ে থাকে।
হাওয়ারা নাক উঁচিয়ে
তোমার গায়ে উল্কি আঁকে!

(গুনগুনাগুন সুরের ভাঁজে আবারো গীত
আমার হাতে-আমার গলায়!)

0 comments:

Post a Comment