এবং আমি তবে আবারো লিখলাম! (শিরোনাম নয়)



বিচ্ছিন্ন হতে হতেই
অবিচ্ছিন্নভাবে
আমি
গেঁথে যাই,
তুমি-তোমাদের সাথে।
কাল রাতে,
আবারো মনে পড়া..
ঝরা পাতার কথা।
এবং
আমার নাকি বয়স বাড়ে!
ওধারে
কড়া নাড়ে
প্রজাপতি..
প্রজাপতি মন।
আমি বলি--
আমার এখন বাড়ন্ত যোইবন!
কলমের ভালবাসায়
মলমের ছল করে,
ঘোরে-বেঘোরে
ঘষে যাই
বুক..
কাগজের।
এর চেয়ে আর কার
চির-রঙ্গিন মন,
জীবন?
শুনছো,
আমার এখন বাড়ন্ত যোইবন!

0 comments:

Post a Comment