শিরোনামহীন (আপাতত)



আলো পায়ে,
কালোয় ধোয়া পথ মাড়িয়ে,
আলতো করে
ছাপ রাখি,
পুরুষ-বুকে।
শিরিষ কাগজে ঘষা
দেয়াল মতন মুখ করে,
জোরে জোরে
চিৎকার..
কি চাও;
বলতে পারো?
আরব্য রজনীর
কোন এক
নিঃসহায় সজনী,
কালো তিল গালের মায়ায়,
কিল মারে
কারো কারো
হৃদয়ে।
তাতে কার দোষ?
আমাদের?
নেই!
তবু বলবেই-
পাষাণী;
দুঃখের লাঙলের
ফলাধারী,
কূটজালী কিষাণী।
বিশ্বাস
নিঃশ্বাসের পর্দা ফাটালে,
আথালে-পাথালে,
দিও না..
বলছি দিও না-
গণহারে দোষ!
প্রদোষের কাল কেটে,
সত্যাসত্য ঘেঁটে দেখো-
কিছু তার মানুষ ছিল,
বাকি তার
নারী তো নয়..
নয়ই;
শুধু
অ-মানুষ!

0 comments:

Post a Comment