অন্ধকারে.. আদিম... অতঃপর.. আলো!



অন্ধকারে..
আদিম অন্ধকারে..
ঝাড়বাতির ফোঁটা দুই আলো;
কালোর রাঙতা কাগজে মুড়িয়ে,
ঘুড়িয়ে ঘুড়িয়ে..
বড্ড ইচ্ছে ছিল তাঁদের
জন্ম দেবে,
আরও
আরও কয়েক-কত সহস্র আঁধারের।
সাঁতারের ভঙ্গি করে
কেন যে..
কেন যে এঁরা দেয়-দেবে-দিচ্ছে
ডুব;
বুঝি না!
আমরা কিন্তু
আলোয়ান আলো খুঁজি;
চোখ বুজি..
নিশ্চিন্তে।
কে বা কারা;
কা-হা-রা..
কিনতে আলোক ফোঁটা,
বোঁটা ধরে হ্যাঁচকা টানে
আর,
"আলো আমার আলো ও গো" গানে..
(রবি বাবুর ছবির দোহাই পেড়েছিল?)
চাঁন-সুরুযিয়া ডালে
হাত বাড়িয়েছিল;
জানা নেই।
শুধু জানি-
কিনবেই; কিনবেই আলো..
সফেদিয়া আন্তরিক দামে।
আবারো অন্ধকারে..
আদ্দিম অন্ধকাররররে..
থাকবে কি মানুষ?

0 comments:

Post a Comment